বালাগঞ্জে বিগত ৩ বছরে দ্বিগুণ মাছ চাষ উৎপাদন হয়েছে : উপজেলা চেয়ারম্যান মফুর
প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০২৩, ৫:২৭ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি:
স্মার্ট বাংলাদেশ গড়তে গেলে নিরাপদ মাছ চাষ নিশ্চিত করা বিষয়ের উপর গুরুত্ব তুলে ধরে বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় মৎস্যখাতে উল্লেখযোগ্য সফলতা অর্জন হয়েছে। ফলে মৎস্য উৎপাদনে বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ। আমাদের ‘ভিশন-২০৪১’ বাস্তবায়নে মৎস্য উৎপাদন ও মৎস্য খামারে যান্ত্রিকীকরণ, প্রযুক্তি ব্যবহার করে নিরাপদ মাছ চাষ করতে হবে। বালাগঞ্জে বিগত ৩ বছরে দ্বিগুণ মাছ চাষ হয়েছে। অবৈধ জাল দিয়ে প্রাকৃতিক বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেললে, আমাদের মাঝে মাছের আমিষের চাহিদা দেখা দিবে। বেঁচে থাকতে হলে আয়ের প্রয়োজন। আমাদের মৎস্য ও কৃষির চাষযোগ্য প্রচুর জমি ফাঁকা থাকে, ফাঁকা জমিগুলোকে কাজে লাগান। বিলে অবৈধ জাল ও বিল সেচ দেখলে ৯৯৯ বা ইউএনওকে ফোন দিয়ে জানাবেন।
“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে সিনিয়র বালাগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ (২৪-৩০ জুলাই) উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভায় এসব কথা বলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর।
মঙ্গলবার (২৫ জুলাই) বেলা ১টায় উপজেলা হলরুমে সাপ্তাহিক বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাব উদ্দিন শাহিন সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়া, যুগ্ম সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভূলন, কৃষিবিদ আশিকুর রহমান প্রমুখ।
এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারি মো. শামসুল হক, ইউপি সদস্য মাহবুব আলম তুহিন, বিভিন্ন ইউনিয়নের লিফ, বিভিন্ন ইউনিয়নের মৎস্যচাষি এবং মৎস্যজীবি প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সফল উদ্যোক্তা মুহিবুল আলম, গীতা পাঠ করেন আওয়ামী লীগ নেতা প্রদীপ দেব। এবং অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক। এছাড়াও বর্তমান সরকারের উল্লেখযোগ্য কার্যক্রমের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে তিনজন সফল মৎস্যচাষীকে পুরষ্কার প্রদান করা হয়। পরে উপজেলা পরিষদ থেকে উপজেলার মূল ফটক পর্যন্ত মৎস্য সপ্তাহের শোভাযাত্রা পালিত হয়। এবং উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরে ১২ থেকে ১৫ সে.মি.আকারের ২০ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
উল্লেখ্য, মৎস্য সপ্তাহ প্রথম দিনে মৎস্য সম্পদ সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রমের বিষয়ে প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষি ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময় ও সমগ্র বালাগঞ্জে ব্যানার, ফেস্টুনসহ, মাইকযোগে প্রচারণা করা হয়।