মাধবপুরে গৃহবধূর লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২৩, ১০:১৫ অপরাহ্ণ
মাধবপুর প্রতিনিধি ::
হবিগঞ্জের মাধবপুরে মানসুরা আক্তার (২৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত গৃহবধূ চৌমুহনী ইউনিয়নের হবিবপুর এলাকার কামরুল ইসলামের স্ত্রী।
সোমবার সকাল আনুমানিক ১০ ঘটিকায় মাধবপর উপজেলার চৌমুহনী ইউনিয়নের হবিবপুর এলাকা থেকে পুলিশ লাশ উদ্ধার করে।
পুলিশ সুত্রে জানা যায়, সোমবার সকালে পুকুরের পানিতে গৃহবধূ মানসুরা কে ভাসতে দেখে স্থানীয় উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। কাশিমনগর পুলিশ ফাড়ি পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে এসেছে।
এস আই আব্দুর কাদের জানান, মানসুরা উপজেলার হবিবপুর গ্রামের কামরুল ইসলামের স্ত্রী ও দুই সন্তানের জননী। তিনি মৃগী রোগী ছিলেন। তার পরিবারের অভিযোগ স্বামী মানসুরাকে হত্যা করে পুকুরে ফেলে রেখে দিয়েছে।
মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আতিকুর রহমান জানান, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।