সিলেট মোবাইল পাঠাগারের ৮২৪ তম সাহিত্য আসর সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০২৩, ১১:৫১ অপরাহ্ণ
সিলেট মোবাইল পাঠাগার (সিমোপা)’র ৮২৪তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকায় নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ মোবাইল পাঠাগারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সিলেট মোবাইল পাঠাগারের জীবন সদস্য, প্রাবন্ধিক মাজহারুল ইসলাম মেননের সভাপতিত্বে ও মোবাইল পাঠাগারের নির্বাহী সম্পাদক প্রভাষক আবদুল কাদির জীবনের পরিচালনায় সাহিত্য আসরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের শিক্ষা বিভাগের কর্মকর্তা ড. মোঃ তুতিউর রহমান। পঠিত লেখার উপর আলোচনা করেন, ছড়াকার কবির আশরাফ।
মোবাইল পাঠাগারের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে লেখাপাঠ করেন, গীতিকার কুবাদ বখত চৌধুরী রুবেল, শিল্পী বাহা উদ্দিন বাহার, কবি লুৎফুর চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আলকোরান থেকে তেলাওয়াত করেন কবি কামাল আহমদ।