আড়াআড়ি বেড়া দিয়ে মা মাছ ও পোনা নিধন
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০২৩, ২:৪৬ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ
ফরিদপুরের সদরপুরে পদ্মা-আড়িয়াল খাঁসহ বিভিন্ন নদ-নদী, খাল-বিল ও জলাশয়ে আড়াআড়ি বেড়া দিয়ে অবাধে চলছে মা মাছ ও রেণু–পোনা নিধন। এতে জেলেরা সাময়িক লাভবান হলেও বর্ষা মৌসুমে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছের প্রজনন ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ভুবনেশ্বর নদে সামান্য এলাকায় বাঁশ দিয়ে ঘিরে মৎস্য অভয়াশ্রম করা হয়েছে যা প্রয়োজনের তুলনায় নগন্য। এ ছাড়া আকোটেরচর হাট সংলগ্ন স্লুইচগেট, চর রামনগর, শিমুলতলি বাজার, হাজীকান্দি খাল, কাটাখালি, লোহারটেক, মুন্সীরচর মরা আড়িয়াল খাঁ, শয়তানখালীর পদ্মার পাড়, চন্দ্রপাড়া ঘাট, চরনাছিরপুর, চরমানাইর, নারিকেল বাড়িয়ার ইউনিয়নের বিভিন্ন চরে অবাধে মা মাছ ও রেণু–পোনা নিধন করা হচ্ছে। এসব এলাকায় মৎস্য আইনে নিষিদ্ধ আড়াআড়ি বাঁধ (বেড়া) ও চায়না দোয়ারি, টোনাজাল, মশারিজাল, সুতিজাল, রাক্ষুসীজালসহ বিভিন্ন ধরনের নিষিদ্ধ জাল দিয়ে মা মাছ ও রেণু পোনা ধরে বাজারে বিক্রি করছেন জেলেরা।
উপজেলার চন্দ্রপাড়া ঘাট এলাকার কয়েকজন বাসিন্দা জানান, প্রতিদিন সকালে সেখানে রেণু পোনার বাজার বসে। জেলেরা আড়িয়াল খাঁ নদ থেকে রেণু পোনা সংগ্রহ করে বাজারে বিক্রি করেন। প্রতিদিন সেখান থেকে রেণু পোনা ছোট পিক-আপ ভ্যানে করে অন্যান্য জেলায় যায়। প্রশাসন মা মাছ ও রেণু–পোনা শিকারি জেলেদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিচ্ছে না ।
সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. জাহাঙ্গীর কবির জানান, মৎস্য বিভাগে লোকবল কম। তা সত্বেও বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে শিগগিরই রেণু–পোনা শিকারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।