অবৈধ সরকারের অবৈধ মেশিনে বালু উত্তোলন, সিলেটে ভাইরাল আওয়ামী লীগ নেতার বক্তব্য
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০২৩, ২:৫৩ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদ থেকে বালু উত্তোলন নিয়ে উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুল্লুক হোসেনের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বুধবার সকাল থেকে ভিডিও দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিও দুটি তাঁর ব্যবহৃত ফেসবুকেও ‘ট্যাগ’ করা হয়েছে।
একটি ভিডিওতে ওই আওয়ামী লীগের নেতা বলছেন, ‘অবৈধ সরকারের অবৈধ মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে।’ অন্য ভিডিওতে বালু উত্তোলনের জন্য তিনি স্থানীয় যুবলীগকে দুষছেন। তবে তিনি যুবলীগের কারও নাম উল্লেখ করেননি।
ভিডিওতে বলতে শোনা যায়, ‘অবৈধ সরকারের অবৈধ মেশিন দ্বারা তারা জোরপূর্বক সাধারণ পাবলিককে এত হয়রানি করতেছে। আমি দায়িত্বশীল একজন মুরব্বি, দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের সভাপতি। এই হিসেবে আমি জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।’ তিনি বলেন, ‘লিজের বহির্ভূত জায়গা থেকে বালু উত্তোলন করা হচ্ছে, এতে ধ্বংস হয়ে নদের গর্ভে বিলীন হয়ে যাচ্ছে গ্রাম, মাদ্রাসা, শিক্ষাপ্রতিষ্ঠান, বাড়িঘর, গোরস্তান, বাড়ি। স্থানীয় প্রশাসন যদি বালু উত্তোলন বন্ধ না করে, তাহলে এখানে খুনখারাবির ঘটনা ঘটবে। এতে আমাদের কোনো দায়বদ্ধতা থাকবে না।’
অন্য একটি ভিডিওতে যুবলীগের সম্পর্কে গালিগালাজ করে এ ঘটনায় যুবলীগের নেতারা জড়িত আছেন বলে তিনি অভিযোগ করেন। ওই ভিডিওতে নদে বেশ কয়েকটি নৌকায় বালু উত্তোলন করতে দেখা যায়।
স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ভিডিওতে প্রদর্শিত এলাকাটি কোম্পানীগঞ্জের পূর্ব ইসলামপুর এলাকার ধলাই নদের ঢালার পাড় এলাকা। এলাকাটি জেলা প্রশাসন থেকে ইজারা দেওয়া হয়। ইজারাদারদের মধ্যে কিছুটা সমস্যা থাকায় ইজারার বাইরের জায়গা নিজেদের জায়গা দাবি করে স্থানীয় লোকজন নিজেরাই বালু বিক্রি করেন।
জানতে চাইলে মুল্লুক হোসেন বলেন, সম্প্রতি ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগ করার পর অভিযুক্ত ব্যক্তিরা ওই ভিডিওগুলো ছড়িয়েছেন। ভিডিওর বিষয়ে তিনি বলেন, ওই ভিডিওগুলো ২০২১ ও ২০২২ সালের এবং সম্প্রতি কিছু মিলিয়ে তৈরি করা হয়েছে। যুবলীগের সম্পর্কে গালিগালাজের বিষয়ে তিনি বলেন, হয়তো ভুলে হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক আলাউদ্দিন বলেন, যুবলীগকে জড়িয়ে এ ধরনের বক্তব্য দেওয়ায় তাঁরা নিন্দা জানিয়েছেন। যদি যুবলীগের কেউ জড়িত থাকেন, তাহলে তিনি তাঁর নাম প্রকাশ করতে পারতেন। কিন্তু এভাবে দলের নাম ব্যবহার করে কথা বলা তাঁর ঠিক হয়নি। বিষয়টি তাঁরা উপজেলা আওয়ামী লীগের নেতাদের জানিয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া বলেন, তিনি ভিডিওর ব্যাপারে মুল্লুক হোসেনের কাছে খোঁজ নিয়েছিলেন। বয়স্ক মানুষ, ভিডিও করতে গিয়ে ‘ইমোশনালি’কথাগুলো বলে থাকতে পারেন।
এ বিষয়ে ইজারাদের প্রতিনিধি আনোয়ার হোসেন বলেন, ইজারা-বহির্ভূত জায়গা থেকে বালু উত্তোলনের বিষয়টি সত্য নয়। সেখানে সার্বক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসনের সদস্যরা থাকেন। ইজারা-বহির্ভূত জায়গা থেকে বালু উত্তোলন করা হয় না। নির্দিষ্ট সীমানা থেকেই বালু উত্তোলন করা হয়।