কাল সিলেটে তারুণ্যের সমাবেশের প্রধান অতিথি মির্জা ফখরুল
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০২৩, ১০:৩৭ অপরাহ্ণ
বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে রোববার সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে ‘তারুণ্যের সমাবেশ’। সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সমাবেশ সফল করতে গত কয়েক দিন ধরে সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতাদের পাশাপাশি কেন্দ্রীয় নেতারা বিভাগীয় শহর থেকে ইউনিয়ন পর্যায়ে ব্যাপক প্রচার চালাচ্ছেন। শনিবার সিলেটের একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সমাবেশের বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক, সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মুর্শেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী ভিপি মাহবুব, সদস্য সচিব আফসর খান প্রমুখ।
সংবাদ সম্মেলনে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে সর্বক্ষেত্রে আওয়ামীকরণ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের নির্দেশনায় দেশের তরুণ সমাজ জেগে ওঠেছে। এ দেশের মানুষের ভোটাধিকারসহ সব ন্যায্য অধিকার বাস্তবায়নে আজ মাঠে নেমেছে। অধিকার আদায় করেই তরুণ সমাজ ঘরে ফিরবে।
ছবি ও খবর : যুগান্তর