লাখাইয়ে ‘তারুণ্যের জয়যাত্রা’ সফল করতে যুবলীগের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০২৩, ১০:০২ অপরাহ্ণ
লাখাই প্রতিনিধি ::
লাখাইয়ে “তারুণ্যের জয়যাত্রা” সমাবেশ সফল করার লক্ষ্যে উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ জুলাই) বিকালে লাখাই উপজেলা পরিষদ মিলনায়তনে লাখাই উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে উপজেলা আওয়ামী যুব লীগের আহ্বায়ক ইকরামুল মজিদ চৌধুরী শাকিলের সভাপতিত্বে ও ১ম যুগ্ম আহ্বায়ক কাউছার আহমেদের পরিচালনায় উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী যুব লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট ওয়ালিউল্লাহ সারোয়ার সৌরভ, হবিগঞ্জ জেলা আওয়ামী যুব লীগের সভাপতি পদপ্রার্থী ও ২নং মোড়াকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী তাজ উদ্দিন আহমেদ তাজ।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন লাখাই উপজেলা আওয়ামী যুব লীগের আহবায়ক ইকরামুল মজিদ চৌধুরী শাকিল।
এছাড়াও আরো বক্তব্য দেন লাখাই উপজেলা আওয়ামী যুব লীগের যুগ্ম আহবায়ক বৃন্দ ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
মতবিনিময় সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন খোকন মিয়া ও গীতা পাঠ করেন আওয়ামী যুব লীগের যুগ্ম আহবায়ক রাজীব কান্তি রায়।
বক্তারা আগামী ৯ জুলাই হবিগঞ্জে “তারুণ্যের জয়যাত্রা” সমাবেশ সফল করার জন্য প্রত্যেক ইউনিয়ন যুব লীগ ও উপজেলা যুব লীগের নেতৃবৃন্দকে উপজেলা আওয়ামী যুবলীগের ব্যানারে উপস্থিত হয়ে “তারুণ্যের জয়যাত্রা” সমাবেশকে সার্থক করার আহবান জানান।