সিলেটে বিএনপির তারুণ্যের সমাবেশের প্রচারে মেয়র আরিফ
প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০২৩, ১১:৪৬ অপরাহ্ণ
সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আগামী রোববার অনুষ্ঠিতব্য তারুণ্যের সমাবেশকে ঘিরে প্রচার অব্যাহত রেখেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ঈদুল আজহার আগে থেকেই প্রচারে নামেন তারা।
বুধবার সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হক চৌধুরীকে প্রচারে অংশ নিতে দেখা গেছে। সমাবেশ সফল করতে তিনি নেতাকর্মীকে নিয়ে নগরীর বন্দরবাজার, লালবাজার, মহাজনপট্টি, কালীঘাট, লালদীঘির পাড় ও জিন্দাবাজার এলাকায় লিফলেট বিতরণ করেন।
এর আগে মঙ্গলবার রাতে নগরীর একটি হোটেলে জরুরি সভায় বক্তব্য দেন মেয়র আরিফ।
দলের সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবনের সভাপতিত্বে ওই সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি চেয়ারপাররসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, আবুল কাহের শামীম, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য হাদিয়া চৌধুরী মুন্নী, জেলা যুবদলের সভাপতি আইনজীবী মুমিনুল ইসলাম মুমিন, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ প্রমুখ।
এদিকে বুধবার সিলেটে প্রচার চালিয়েছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য রাজিব আহসান। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভায় বক্তব্য ছাড়াও টুকেরবাজার এলাকায় লিফলেট বিতরণ ও পথসভায় বক্তব্য দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন দলের সহসভাপতি ফখরুল ইসলাম রবিন, রফিকুল ইসলাম, মনির আলম চৌধুরী, রাসেল মাহমুদ, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মনির, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল প্রমুখ।