ওসমানীনগরে ঈদের দিন থেকে ব্যক্তি নিখোঁজ, সন্ধান কামনা
প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০২৩, ২:০৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদকঃ
সিলেটের ওসমানীনগরে তাবলীগ জামাতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ রয়েছেন নুর ইসলাম(৫৫) নামের এক ব্যাক্তি। তিনি উপজেলার তাজপুর ইউনিয়নের কাদিপুর গ্রামের বাসিন্দা।
জানা যায়, গত বৃহস্পতিবার ঈদের দিন সকাল ১১ টায় উপজেলার ঊনিশ মাইল এলাকায় তাবলীগ জামাতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন নুর ইসলাম। এর পর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। উনিশ মাইলসহ সম্ভাব্য সকল জায়গায় খোজাখুজি করলেও এখন পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায় নি।
এ ঘটনায় তাঁর পরিবার ওসমানীনগর থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন তাঁর স্ত্রী।
যদি কোন হৃদয়বান ব্যক্তি তাঁর সন্ধান পেয়ে থাকেন তাহলে এই নাম্বারে (০১৩১৮৪৬৬৮৭৬) যোগাযোগ করার অনুরোধ করেছে তার পরিবার।