সিলেটে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০২৩, ৪:৪৮ অপরাহ্ণ
সিলেট নগরীর কমদতলি বাস টার্মিনাল সংলগ্ন বাগান এলাকা থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে যুবকের নাম পাওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
দক্ষিণ সুরমা থানার ওসি মো. শামসুদ্দোহা (পিপিএম) বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে স্থানীয় সূত্রে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ওই যুবক আত্মহত্যা করেছেন। তার নাম-ঠিকানা খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।