কুলাউড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ২৭ জুন ২০২৩, ১০:৩৪ অপরাহ্ণ
মৌলভীবাজার প্রতিনিধি ::
মৌলভীবাজার জেলার কুলাউড়ায় আছকির আলী নামে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ জুন) ভোরে উপজেলার শরীফপুর ইউনিয়নের বাঘজুর এলাকা থেকে ওই ডাকাতকে গ্রেপ্তার করা হয়। আটক ডাকাত বাঘজুর গ্রামের আব্দুল কুদ্দুছ এর ছেলে।
পুলিশ জানায়, এএসআই তপন দেব ও তাজুল ইসলাম সঙ্গী ফোর্সসহ শরীফপুর ইউনিয়নের বাঘজুর গ্রাম থেকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ডাকাত দলের সক্রিয় সদস্য আছকির আলীকে গ্রেপ্তার করা হয়।
কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক জানান, আছকিরের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতির ৭টি মামলা রয়েছে। তাকে মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।