সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারে সুনামগঞ্জ সমিতির ঈদ উপহার
প্রকাশিত হয়েছে : ২৭ জুন ২০২৩, ১০:৩১ অপরাহ্ণ
সুরমানিউজ ডেস্ক ::
সিলেটস্থ সুনামগঞ্জ সমিতির উদ্যোগে নাজির বাজারে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের মধ্যে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ অনুষ্ঠান গত মঙ্গলবার (২৭ জুন) নগরীর তাঁতিপাড়াস্থ সমিতির অস্থায়ী কার্যলয় অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ সমিতির সভাপতি নাসিম হোসেইন এর সভপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক সাব্বির আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা মোঃ আরিফ মিয়া।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সমিতির যুগ্ম সম্পাদক সৈয়দ বদরুল আলম, যুগ্ম সম্পাদক লে. অধ্যাপক মোঃ মনিরুল ইসলাম, সুনামগঞ্জের ফারুক আহমেদ ও হামিদুল কিবরিয়া চৌধুরী আজহার, সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন আজাদ, প্রবাসী কল্যাণ সম্পাদক মুস্তাফিজুর রহমান, জনসংযোগ সম্পাদক আমিরুল ইসলাম এহিয়া চৌধুরী।
অনুষ্ঠানে দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের মধ্যে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করেন অতিথি ও সমিতির নেতৃবৃন্দ।
উল্লেখ্য, নাজিরবাজারে সড়ক দুর্ঘটনার পর তাৎক্ষণিক ভাবে আহত ও নিহতদের হাসপাতালে দেখতে যান সিলেটস্থ সুনামগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক সাব্বির আহমদ ও যুগ্ম সম্পাদক লে. অধ্যাপক মোঃ মনিরুল ইসলাম। আহতদের চিকিৎসার জন্য সুনামগঞ্জ সমিতির পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্থ মানবতার কল্যাণে সর্বদা সুনামগঞ্জ সমিতি কাজ করে যাচ্ছে। অসহায় মানুষের কথা বিবেচনা করে সব সময় পাশে দাড়ায়। তারই ধারাবাহিকতায় সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বক্তারা এধরনের মানব সেবামূলক কাজ অব্যাহত রাখতে সমিতির সকল নেতৃবৃন্দদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহবান জানান।