রোটার্যাক্ট ক্লাব অব সিলেট গ্রীন বাড্স’র ১৬তম ক্লাব এসেম্বলি “ইন্সট্রাকশন ২০২৩” সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২৩, ৭:৪৪ অপরাহ্ণ
সুরমা নিউজ:
রোটার্যাক্ট ক্লাব অব সিলেট গ্রীন বাডস এর ১৬ তম ক্লাব এসেম্বলি “ইন্সট্রাকশন ২০২৩” সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৩ জুন)বিকেল সাড়ে ৩ টায় সিলেট নগরীর শামীমাবাদ এলাকার মইনুদ্দিন আদর্শ মহিলা কলেজে এ ক্লাব এসেম্বলি অনুষ্ঠিত হয়।
প্রোগ্রাম চেয়ারম্যান রোটার্যাক্টর জুয়েল আহমদ এবং প্রেসিডেন্ট ইলেক্ট রোটার্যাক্টর মো.বেলাল হোসেনের সঞ্চালনায় এই প্রশিক্ষন অনুষ্ঠানে কি-নোট স্পিকার হিসেবে সেশন পরিচালনা করেন রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর এসিস্ট্যান্ট গভর্নর রোটা. পিপি কয়েস আহমেদ সুমন, রোটারি ক্লাব অব সিলেট রিগ্যাল সিটির প্রেসিডেন্ট ইলেক্ট এক্স রো.রোটা. এস রহমান সায়েফ, রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন এর প্রেসিডেন্ট নমিনি এক্স রো. রোটা. রাশেদুজ্জামান রাশেদ, রোটার্যাক্ট ক্লাব অব সিলেট গ্রিন বাডস এর পাস্ট প্রেসিডেন্ট এক্স রোটার্যাক্টর ফারহান আহমেদ সোয়েব, এডিআরআর রো.পিপি মো. রাসেল মিয়া, রিসোর্স পার্সন হিসেবে দায়িত্ব পালন করেন রোটার্যাক্ট ক্লাব অব জালালাবাদ এর পাস্ট প্রেসিডেন্ট এডিআরআর (২০২৩-২৪)রো.প্রভাকর ভট্টাচার্য, রোটার্যাক্ট ক্লাব সিলেট মিড টাউন এর পাস্ট প্রেসিডেন্ট এডিআরআর (২০২৩-২৪) রো.রোটা.মিয়া মো. রুস্তম মাসুদ রোটার্যাক্ট ক্লাব অব সিলেট গ্রিন বাডস এর পাস্ট প্রেসিডেন্ট ডিসট্রিক্ট সেক্রেটারি(২০২৩-২৪) রো.মো. লায়েক আহমেদ।
স্পিকার মহোদয়গণ আগামী (২০২৩-২৪) রোটাবর্ষে প্রেসিডেন্ট সেক্রেটারি এবং বোর্ড সদস্যদের তাদের নতুন রোটাবর্ষ পরিচালনার জন্য প্রয়োজনীয় তথ্য ও করনীয় সম্পর্কে বিশদ আলোচনা করেন। যা তাদের রোটাবর্ষকে স্বতঃস্ফূর্ত ভাবে পরিচালনা করতে সাহায্য করবে।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন গ্রীন বাডস এর সভাপতি রো.রুহেল আহমদ ও প্রেসিডেন্ট নমিনি রো. এরশাদ মিয়া এবং সেক্রেটারি ইলেক্ট রো. আহমেদ হাসান মাহফুজ সহ সিলেট জোনের বিভিন্ন ক্লাব থেকে আগত প্রেসিডেন্ট, সেক্রেটারি, বোর্ড সদস্য এবং অতিথি বৃন্দ।