মাধবপুরে পিক-আপের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০২৩, ১০:১৫ অপরাহ্ণ
হবিগঞ্জের মাধবপুরে পিক-আপের ধাক্কায় মোঃ রফিকুল ইসলাম (৬৭) নামে এক মৃত্যু হয়েছে। সে মিরনগর গ্রামের মৃত দূর্জধন দাসের ছেলে।
শুক্রবার (২৩ জুন) বিকালে আনুমানিক ৪ ঘটিকায় ঢাকা-সিলেট মহাসড়ককের মাধবপুর পৌরসভার ফায়ার সার্ভিস এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের মোঃ রফিকুল ইসলাম নিজ বাড়ি থেকে টমটম যোগে মাধবপুর বাজারে আসার সময় মাধবপুর পৌরসভার গ্যাসফিল্ড এলাকায় পৌঁছালে ঢাকাগ্রামী একটি পিক-আপ পিছন থেকে ধাক্কা দিলে উল্লেখিত স্থানে সে গুরুতর আহত হলে প্রত্যক্ষদর্শীরা স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা অবনতি হলে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া পথে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা শাহবাজপুর পৌছালে সন্ধ্যা ৭ ঘটিকায় তার মৃত্যু হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম ভূইয়া সত্যতা নিশ্চিত করেন।