সিলেটে কিশোর হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড
প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২৩, ১১:৪১ অপরাহ্ণ
সিলেটে কিশোর সোহাগ আহমদ হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার (১৯ জুন) দুপুরে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক নুরে আলম ভূঁইয়া এ রায় ঘোষণা করেন।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. জুবায়ের বখত রায়ের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন সিলেট নগরের ঘাসিটুলা সবুজ সেনা বি-ব্লকের ৭০ নম্বর বাসার মইন উদ্দিন মিয়ার ছেলে শাকিল আহমদ, সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া বাসিন্দা ও বর্তমানে নগরের ঘাসিটুলা বেতবাজার আনোরুল ইসলামের ১৫৬ নম্বর বাসার বাসিন্দা জয় আহমদ দিপু ও ঘাসিটুলা সবুজসেনা বি-ব্লকের ৭৫ নম্বর বাসার মিনহাজ মিয়ার ছেলে সাইয়ুম আহমদ।