মাধবপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২৩, ১০:৫২ অপরাহ্ণ
মাধবপুর প্রতিনিধি ::
হবিগঞ্জের মাধবপুরে অনিল সরকার (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সে মৃত্যু বিনন্দ্র সরকারের ছেলে।
বুধবার (২১ জুন) বিকালে মাধবপুর উপজেলার বেজুড়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কৃষক অনিল সরকার উত্তর বেজুড়ার বর্তমান মেম্বার মর্তুজ আলীর এর বাড়ির পাশে কৃষি জমিতে গরু চরানো ছিল। হঠাৎ বৃষ্টি শুরু হলে গরু আনতে গেলে বজ্রপাতে গুরুতর আহত হয়। পরে গুরতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাসুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।