ক্যারিশমাটিক আনোয়ারুজ্জামান: একদশক পর নগর মসনদে ফিরল আ’লীগ
প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২৩, ৯:৩৯ অপরাহ্ণ
লক্ষাধিক ভোট পেয়ে ইতিহাস সৃষ্টি করে সিলেটের নগর মসনদে বসতে যাচ্ছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।
বড় বিজয়ে দীর্ঘ ১০ বছর পর আওয়ামী লীগের নেতৃত্ব ফিরছে সিলেটের নগরভবনে।
৬৭ হাজারের বেশী ভোটের ব্যবধানে জয় লাভ করে নৌকা। নৌকার মাঝি আনোয়ারুজ্জামান চৌধুরী পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৭০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাপার বাবুল লাঙল প্রতীকে পেয়েছেন প্রায় ৫১ হাজারে ভোট।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রাপ্ত ফলাফলে পরিস্কার ব্যবধানে নৌকার জয়ের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া সিলেটে চলে ভোটগ্রহণ।
প্রয়াত বদর উদ্দিন আহমদ কামরানের অবর্তমানে সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থিতায় যে নতুনত্ব থাকবে তা ছিল অবধারিত। তবে কার ভাগ্যে যাচ্ছে দলের মনোনয়নের টিকেট তা নিশ্চিত করে বলা যাচ্ছিলো না। কেন্দ্রের বিবেচনায়ও বা কারা আছেন সেটাও কেউ আঁচ করতে পারেনি। শেষ পর্যন্ত কে মেয়র পদে মনোনয়ন পেতে পারেন? এ নিয়ে নানা আভাস ইঙ্গিতও মিলেছে নির্ভরযোগ্য বিভিন্ন সূত্রে। তবে হঠাৎ করেই সকল জল্পনা-কল্পনাকে নড়িয়ে দিয়েছে একটি নাম। তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আস্থা রাখলেন এই ম্যাজিশিয়ানের উপর।
তারপর থেকেই শুরু একের পর এক ম্যাজিক। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল সিলেট আ’লীগকে ঐক্যবদ্ধ করা বিগত নির্বাচনে এরকম ঐক্যবদ্ধ আ’লীগকে দেখেনি নগরবাসী। গত নির্বাচনে আ’লীগের ভরাডুবির কারণ হিসেবে পরাজয়ের জন্য আরিফের জনপ্রিয়তার চেয়ে অভ্যন্তরিন কোন্দলকেই বেশি দায়ী করেন সচেতন মহল।
মনোনয়ন ঘোষণার পর সিলেট আওয়ামী লীগে সমস্যা হতে পারে, ঐক্য নাও থাকতে পারে- ইত্যাদি আশঙ্কা থাকলেও শেষ পর্যন্ত তা আর হয়নি। মনোনয়ন যুদ্ধে পরাজিত নেতারাও আনোয়ারুজ্জামান চৌধুরীর জন্য শেষ পর্যন্ত প্রচার যুদ্ধ চালিয়ে গেছেন এবং তারা সবাই নৌকার জন্য একাট্টা হয়ে মরিয়া হয়ে কাজ করেছেন। আওয়ামীলীগের প্রত্যেকটি ইউনিটের নেতাকর্মীরা ছিলেন বিভিন্ন মহলের সাথে বৈঠক আর নগরবাসীর দুয়ারে দুয়ারে, এতে বাদ যান নি কেন্দ্রীয় নেতারা নৌকার জয়ের জন্য সর্বাক্ষণিক মাঠ চষে বেড়িয়েছেন তারা। বিশাল এই জয়ে আনোয়ারুজ্জামান সত্যিই প্রমাণ করলেন তিনি ম্যাজিশিয়ান।