আনোয়ার ‘ দ্যা ম্যাজিশিয়ান’
প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২৩, ৭:৪১ অপরাহ্ণ
জুবেল আহমেদ:
সিলেট-২ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। হঠাৎ করেই সিলেট সিটির মেয়র নির্বাচনে আসেন আলোচনায়। তবে সবকিছু ছিল ধোঁয়াশার মত। কিন্তু লন্ডনে থাকা অবস্থায় তার একটি বক্তব্য সবকিছু পরিষ্কার করে দেয়। হটাৎ করে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতি নিতে ফেরেন দেশে। অবাক বিস্ময়ে তাকিয়ে সিলেটের মনোনয়ন প্রত্যাশি থেকে শুরু করে সিনিয়র-জুনিয়র নেতারা। অনেকেই শুরু করেন বেফাস মন্তব্য। তবে তিনি যে পুরোপুরি গ্রীন সিগনাল নিয়ে এসেছেন তা অনেক নেতারাই বুঝতে পারেন। তাই সবাই তাকিয়ে তার দিকে। পুরোদমে চলে শহরের অলি-গলিতে তাঁর বিচরণ। অতঃপর পুরো সিলেটকে তাক লাগিয়ে নিয়ে আসেন নৌকার টিকেট। শুরু হয় তাঁর ম্যাজিক। গ্রুপ-উপগ্রুপে বিভক্ত সিলেট আওয়ামী লীগকে নিয়ে আসেন এক ছাদের তলায়। যুবলীগ-ছাত্রলীগসহ আওয়ামী লীগের সব গুলি অঙ্গসংগঠন শুরু করে তাঁর জয়গান। আজ ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে নগর পিতার মসনদে বসেন তিনি। সবকিছুই যেন ম্যাজিকের মত হয়ে গেল। আর সে ম্যাজিক ম্যান যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। নির্বাচনে বড় বিজয় পেয়েছেন আওয়ামী লীগের নৌকার এই সারথি। তাঁর এই ম্যাজিকে দীর্ঘ ১০ বছর পর আওয়ামী লীগের নেতৃত্ব ফিরছে সিলেটের নগরভবনে। ৬৮ হাজারেরও বেশী ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বি জাপার বাবুলকে পেছনে ফেলে জয় নিয়ে ঘরে ফিরেন তিনি। নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৭০০ ভোট। আর জাপার নজরুল ইসলাম বাবুল লাঙল প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৩২১ ভোট।
এদিকে প্রয়াত বদর উদ্দিন আহমদ কামরানের অবর্তমানে সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থিতায় যে নতুনত্ব থাকবে তা ছিল অবধারিত। তবে কার ভাগ্যে যাচ্ছে দলের মনোনয়নের টিকেট তা নিশ্চিত করে বলা যাচ্ছিলো না। সবাইকে চমকে দিয়ে নৌকার টিকেট নিয়ে আসার পর থেকেই শুরু তাঁর একের পর এক ম্যাজিক। তাঁর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল সিলেট আওয়ামী লীগকে এক ছাদের নিচে নিয়ে আসা। তিনি সফলও হন।
তবে মনোনয়ন ঘোষণার পর সিলেট আওয়ামী লীগে সমস্যা হতে পারে, ঐক্য নাও থাকতে পারে এমন আশঙ্কা থাকলেও তিনি তা কাটিয়ে উঠেছেন। মনোনয়ন যুদ্ধে পরাজিত নেতারাও শেষ পর্যন্ত আনোয়ারুজ্জামান চৌধুরীর হাত ছাড়েন নি। আওয়ামী লীগ থেকে শুরু করে অঙ্গ সংগঠনগুলি শেষ লড়াই পর্যন্ত ছিলো তাঁর সাথেই। আনোয়ারুজ্জামানের সুবাধেই দীর্ঘ দিন পর নগরবাসী দেখলো ঐক্যবদ্ধ এক আওয়ামী লীগকে। বিশাল এই জয়ে আনোয়ারুজ্জামানও যেন প্রমাণ করলেন সত্যিই তিনি ম্যাজিশিয়ান।