মনিটরিং হচ্ছে সিলেট সিটি নির্বাচন
প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২৩, ১:০৭ অপরাহ্ণ
চলছে সিলেট সিটি করপোরেশন নির্বাচন। আজ বুধবার সকাল থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। আর এসব ঢাকায় বসেই পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশন মিলনায়তনে অস্থায়ী কন্ট্রোল রুম থেকে সিসি ক্যামেরার মনিটরের মাধ্যমে সিলেট সিটির নির্বাচনী কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, নির্বাচন কমিশনার মো. আলমগীর, নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা কন্ট্রোল রুমে উপস্থিত থেকে নির্বাচন পর্যবেক্ষণ করছেন।
সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ১৯০টি কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ হচ্ছে। ১ হাজার ৭৪৭টি সিসি ক্যামেরার মাধ্যমে নির্বাচন মনিটরিং করা হচ্ছে।নির্বাচন কমিশন মিলনায়তনে অস্থায়ী কন্ট্রোল রুমে ২৩টি ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপন করা হয়েছে। প্রতি ডিসপ্লে ১০ সেকেন্ড পরপর অটোরোটেড করে ভোটগ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে।বুধবার সকাল ৮টায় শুরু হওয়া সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে চলছে। বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। সিটির সব কেন্দ্রে ইভিএমে ভোট নেওয়া হচ্ছে।