মাধবপুরে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০২৩, ৮:৩২ অপরাহ্ণ
মাধবপুর প্রতিনিধি ::
হবিগঞ্জের মাধবপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় (অনুর্ধ্ব-১৭) ফুটবল গোল্ড কাপ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) বিকেলে উপজেলার মাওলানা আসাদ আলী ডিগ্রি কলেজ মাঠে এ খেলা উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান এ টুর্নামেন্ট উদ্বোধন করেন, এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক, সমাজসেবা কর্মকর্তা মোঃ আশরাফ আলী, কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল, ক্রীড়া ব্যক্তিত্ব শ্রী সুভাস দেব, শিক্ষক জগদীশ সহ প্রমুখ।
উদ্বোধনী খেলায় ধর্মঘর ইউনিয়ন একাদশ ২-১ গোলে জগদীশপুর ইউনিয়ন একাদশ কে পরাজিত করে। খেলা পরিচালনা করেন মোঃ ফকরিয়া, মরম আলী।