সিলেটে লক্ষাধিক ভোটের ব্যবধানে জিততে পারে নৌকা
প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০২৩, ১১:০১ পূর্বাহ্ণ
সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী জয়লাভ করবেন বলে পূর্বাভাস দিয়েছে এক প্রাক-নির্বাচনী জরিপ। গত রবিবার প্রকাশিত এই জরিপে বলা হয়েছে, এই নির্বাচনে সম্ভাব্য ভোট কাস্টিং হবে ৪৪ থেকে ৫১ শতাংশ। ইউরোপভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানুভ্যারিং আর্কিটেকচার (সিইইএমএ) এই জরিপটি প্রকাশ করেছে।
পৃথিবীর বিভিন্ন দেশের রাজনীতি, অর্থনীতি, সামাজিক, শিক্ষা, সংস্কৃতি, প্রযুক্তি, পরিবেশ, জলবায়ু, জেন্ডার ও ডেভেলপমেন্ট সেক্টর নিয়ে কাজ করে সিইইএমএ। বাংলাদেশে প্রথমবারের মতো এই প্রতিষ্ঠানটি নির্বাচন নিয়ে কাজ করছে এবং পাইলট প্রজেক্ট হিসেবে সিসিক নির্বাচন বেছে নিয়েছে।
জরিপে বলা হয়, সিলেট সিটি করপোরেশনে ভোটার সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ৫৮৭ জন। এর মধ্যে ভোট
কাস্টিং হবে ২ লাখ ১৪ হাজার ২৫০ জন থেকে ২ লাখ ৪৮ হাজার। কাস্টিং ভোটের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা পাবে ১ লাখ ৩৫ হাজার ২৫০ ভোটের কাছাকাছি, লাঙল ২৫ হাজার থেকে ৩৩ হাজার, হাতপাখা ৮ হাজার থেকে ১৩ হাজার, জাকের পার্টি ৩,৫০০ থেকে ৪,৫০০, স্বতন্ত্র প্রার্থী কুটু মিয়া ৫,৫০০ থেকে ৭,৫০০, সালাহ উদ্দিন রিমন ৭-১১ হাজার এবং মোস্তফা মাস্টার ৭-১০ হাজার। তবে রাজনৈতিক মেরুকরণের কারণে যদি জাতীয় পার্টি ছায়া জোটে অংশগ্রহণ করে, তাহলে ভোটের হিসাব-নিকাশে পরিবর্তন আসতে পারে বলেও জরিপে উল্লেখ করা হয়েছে।
সিইইএমএ জানায়, গত ২৫ এপ্রিল থেকে পরবর্তী ৫২ দিন সিলেটের ৪২টি ওয়ার্ডে তথ্য সংগ্রহ করেছেন তাদের শতাধিক কর্মী। দেশি ও বিদেশি নির্বাচন বিশেষজ্ঞদের মাধ্যমে মাঠ পর্যায়ের এই তথ্য বিশ্লেষণ করে ভোটের সম্ভাব্য ফলাফল প্রকাশ হয়েছে।
জরিপের বিষয়ে জানতে চাইলে নৌকা প্রতীকের মেয়রপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘চারদিকে মানুষের বিপুল সমর্থন পাচ্ছি। চতুর্দিকে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ইউরোপভিত্তিক আন্তর্জাতিক জরিপ সংস্থা জরিপেও নগরবাসীর ইচ্ছার প্রতিফলন উঠে এসেছে। ২১ জুন নৌকা বিপুল ভোটে জয়ী হবে বলে আমার বিশ্বাস।’