টানা বর্ষণে ডুবছে হবিগঞ্জ শহরের সড়ক
প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০২৩, ১২:১০ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ
গত দুই দিনের টানা বর্ষণে হবিগঞ্জ শহরে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ডুবে গেছে শহরের প্রধান প্রধান সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ। এতে বিপাকে পড়েছেন নগরবাসী। রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে শহরবাসীকে।
স্থানীয়দের অভিযোগ, পুরাতন খোয়াই নদী দখল ও ভরাট এবং শহরের পয়োনিষ্কাশন ব্যবস্থা ভালো না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নগরীর শায়েস্তানগর, ইনাতাবাদ, চৌধুরী বাজার, সার্কিট হাউস রোড, নোয়াহাটি, পুলিশ সুপারের বাসভবন, পান্নি উন্নয়ন বোর্ড অফিস, বগলবাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় জলাবদ্ধতার ভোগান্তি। অনেক বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে নষ্ট হচ্ছে মালপত্র।
ভুক্তভোগী ইমন আহমেদ জানান, জলাবদ্ধতার কারণে বাসা থেকে বের হয়ে সড়কে ওঠা যাচ্ছে না। সড়কের বিভিন্ন স্থানে হাঁটুপানি জমে গেছে। ব্যবসায়ী তোফায়েল মিয়া জানান, শায়েস্তানগর এলাকায় সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। দুই দিনের টানা বৃষ্টিতে পরিস্থিতি ভয়াবহ। ব্যবসায়ীসহ এলাকাবসীর চলাচলে খুব সমস্যা হচ্ছে। অথচ পৌর কর্তৃপক্ষ এই দুর্ভোগ নিরসনে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।
এ বিষয়ে জানতে চাইলে হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম জানান, পয়োনিষ্কাশন ব্যবস্থা সচল করতে এবং জলাবদ্ধতা নিরসনে দিনরাত কাজ করছে পৌরসভার শ্রমিকরা। নাগরিকদের দুর্ভোগ লাঘবে সর্বাত্মক চেষ্টা চলছে।