সিলেটে সড়কে ১৫ জনের মৃত্যু: পিকআপচালকের আত্মসমর্পণ
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২৩, ১২:৩১ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের দক্ষিণ সুরমার নাজিরাবাজারে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ১৫ শ্রমিক নিহতের ঘটনায় হওয়া মামলার আসামি পিকআপচালক আদালতে আত্মসমর্পণ করেছেন। মঙ্গলবার দুপুরে সিলেট মহানগরের আমলি আদালতে আত্মসমর্পণ করেছেন তিনি।
ওই পিকআপচালকের নাম আবদুর রহিম (৩৩)। তিনি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাজিতপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে। এর আগে গত শনিবার সন্ধ্যা ট্রাকচালক শফিকুল ইসলামকে (২৭) পটুয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল র্যাব।
দুর্ঘটনার পর থেকে ছয় দিন পালিয়ে থাকার পর দুপুরে সিলেট মহানগরের আমলি আদালতে আবদুর রহিম আত্মসমর্পণ করেন। পরে তাঁকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে পাঠানো হয়। সেখানে তিনি আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন। কিন্তু আদালতের বিচারক সাইফুর রহমান জামিন নামঞ্জুর করে তাঁকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
গত বুধবার ভোরে সিলেটের দক্ষিণ সুরমার ঢাকা-সিলেট মহাসড়কের নাজিরবাজারে ট্রাক ও শ্রমিকদের বহনকারী পিকআপ ভ্যানের সংঘর্ষে ১৪ শ্রমিকের মৃত্যু হয়। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে আরও এক শ্রমিকের মৃত্যু হয়। তাঁরা নগরের আম্বরখানা এলাকা থেকে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে যাচ্ছিলেন। এ ঘটনায় নিহত শ্রমিক সায়েদ নূরের ছেলে ইজাজুল ইসলাম বুধবার রাতে দক্ষিণ সুরমা থানায় মামলা করেছিলেন। ওই মামলায় ট্রাক ও পিকআপচালককে আসামি করা হয়েছিল।
পিকআপচালক আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করে সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুদ্দোহা বলেন, পুলিশের অব্যাহত অভিযানের কারণে পকিআপচালক লুকিয়ে থাকতে পারছিলেন না। পরে আজ দুপুরে আত্মসমর্পণ করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক মিজানুর রহমান বলেন, আত্মসমর্পণের পর সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে তিনি জামিন আবেদন করেন। আদালতের বিচারক তাঁর জামিন নামঞ্জুর করে তাঁকে জেলা কারাগারে পাঠিয়ে দিয়েছেন। তাঁকে পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে। জিজ্ঞাসাবাদে ঘটনার বিস্তারিত জানা যাবে।