কমলগঞ্জে ক্রিকেট লীগের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১০ জুন ২০২৩, ৭:৩১ অপরাহ্ণ
মৌলভীবাজার প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার প্রিমিয়ার ক্রিকেট লীগ-২০২৩ উদ্বোধন শনিবার (১০ জুন) বিকাল ৩টায় উপজেলার পতনঊষার ক্রিকেট প্লেয়ার এসোসিয়েশনের আয়োজনে স্থানীয় রখের টিলা মাঠে অনুষ্ঠিত হয়।
প্রবীণ শিক্ষাবিদ সিকান্দার আলীর সভাপতিত্বে ও সাংবাদিক মাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিক্সার্সের ফিল্ডিং কোচ মো. রাসেল আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, পতনঊষার ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক, সমাজ সেবক নারায়ণ মল্লিক সাগর, আরব আলী, ফটিকুল ইসলাম রাজু, বিমল দত্ত রিপন, রুহিন উদ্দিন চৌধুরী, শাহিদ আলী প্রমুখ।
উদ্বোধনী প্রথম খেলায় অংশগ্রহণ করে টিম অব আরব আলী সিক্সার্স ও সুপারস্টার ক্রিকেট ক্লাব।