মাধবপুরে তথ্য অধিকার আইন বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২৩, ৪:৪৬ অপরাহ্ণ
মাধবপুর প্রতিনিধি ::
হবিগঞ্জের মাধবপুরে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুন) দুপুর ৩ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তন (স্বচ্ছতায়) উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য অধিকার আইন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আশরাফ আলী’র সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসানের সভাপতিত্বে প্রধান অতিথির উপস্থিত ছিলেন, ডক্টর আবদুল মালেক প্রধান তথ্য কমিশন, বাংলাদেশ তথ্য কমিশন, বিশেষ অতিথি মোঃ সালাউদ্দিন সহকারী পরিচালক (প্রশিক্ষক) তথ্য কমিশন, মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক, চেয়ারম্যান কাসেদ চৌধুরী, আলাউদ্দিন, মাহবুবুর রহমান সোহাগ, ফারুক আহমেদ ফারুল, সৈয়দ সোহেল, সাংবাদিক জালাল উদ্দীন লস্কর, শংকর পালসহ অনেকেই।