ওসমানীনগরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
প্রকাশিত হয়েছে : ৫:২২:৪৮,অপরাহ্ন ০৬ জুন ২০২৩
সুরমানিউজ ডেস্ক ::
সিলেট জেলার ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাধান শিক্ষক ওয়েছ আহমদ চৌধুরীর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, উন্নয়ন কাজের টাকা আত্মসাৎ, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।
সিলেট প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর অভিভাবকদের প্রেরিত অভিযোগপত্র থেকে জানা যায়, সিলেট জেলার ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের নিয়ে অভিভাবকরা প্রতিদিন বিদ্যালয়ে আসা যাওয়া করেন। বিদ্যালয়ে গিয়ে তারা প্রায়ই দেখতে পান প্রাধান শিক্ষক ওয়েছ আহমদ চৌধুরী প্রায় সময়ই অনুপস্থিত থাকেন। অনুপস্থিতির কারণ জিজ্ঞাসা করলে তিনি অভিভাবকদের ভয়ভীতি, হুমকি-ধমকী ও গালিগালাজ করেন।
অভিযোগপত্র থেকে আরও জানা যায়, বিদ্যালয়ের স্লিপের টাকা, প্রাক-প্রাথমিকের বরাদ্দ ও ক্ষুদ্রমেরামত এর টাকার কথা জিজ্ঞাসা করলে প্রধান শিক্ষক বলেন, এ ব্যাপারে বাড়াবাড়ি করলে পরিণতি খুব খারাপ করে দিবেন।
জানা যায়, তিনি রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে বেশি সময় ব্যস্ত থাকেন এবং সরকার বিরোধী কর্মকাণ্ড নিয়ে তার অনুগত বহিরাগত লোকদের নিয়ে অনেক রাত পর্যন্ত স্কুলে গোপন মিটিং করেন। এবং ম্যানেজিং কমিটি সভাপতির সাথেও অশালীন আচরণ করেন। এলাকার গণমান্য ব্যক্তিবর্গ সাধারণ সভা আহবান করার কথা বললে প্রধান শিক্ষক তাতে কোন কর্নপাত করেননি। বিদ্যালয়ের উন্নয়ন কাজের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ ও ক্ষমতার অপব্যহারসহ নানা ধরণের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তিনি।
এর থেকে এলাকার ভূক্তভোগী ও অভিভাবক সমাজ দ্রুত পদক্ষেপ নিতে সিলেট প্রাথমিক শিক্ষা অফিসার এর প্রতি আহবান জানান।