সিলেট মোবাইল পাঠাগার ৮২০ তম সাহিত্য আসর অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১:০২:৩০,অপরাহ্ন ০৬ জুন ২০২৩
সুরমানিউজ ডেস্ক ::
বাংলাদেশ ব্যাংকের পরিচালক কবি মোঃ আমিনুল ইসলাম বলেন, লেখক-পাঠক সৃষ্টিতে মোবাইল পাঠাগার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশ ও জাতির প্রয়োজনে বাস্তবতার নিরিখে সাহিত্যের বিষয়বস্তু নির্বাচন করতে হবে।
তিনি গত ৩ জুন শনিবার সন্ধ্যা ৭.৩০ ঘটিকার সময় নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ পাঠাগারের কার্যালয়ে সিলেট মোবাইল পাঠাগার (সিমোপা)’র ৮২০ তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপন্যাসিক সিরাজুল হকের সভাপতিত্বে এবং মোবাইল পাঠাগারের নির্বাহী সম্পাদক ও ইডেন গার্ডেন স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক আবদুল কাদির জীবনের পরিচালনায় অনুষ্ঠানে পঠিত লেখার উপর আলোচনা করেন প্রাবন্ধিক মাজহারুল ইসলাম মেনন।
মোবাইল পাঠাগারের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে লেখাপাঠ করেন, কবি নুর মোহাম্মদ চৌধুরী মুবিন, গীতিকার বাহা উদ্দিন বাহার, কবি দেওয়ান গাজী আব্দুল কুদ্দুস শমসাদ, কবি মকসুদ আহমদ লাল, গীতিকার সাজিদুর রহমান, কবি কামাল আহমদ, কিংস্টার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাকিব আলী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল-কোরান থেকে তেলাওয়াত করেন শিল্পী কুবাদ বখত চৌধুরী রুবেল।