বড়লেখায় শিয়ালের কামড়ে ৭জন আহত, এলাকায় আতঙ্ক
প্রকাশিত হয়েছে : ১২:৫১:২০,অপরাহ্ন ০৬ জুন ২০২৩
মৌলভীবাজার প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখায় শিয়ালের কামড়ে ৭ জন আহত হয়েছেন। উপজেলার দাসেরবাজার ইউনিয়নের সুনামপুর ও তালুকদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
গত শুক্রবার (২ জুন) সকাল থেকে শনিবার (৩ জুন) বিকেল পর্যন্ত শিয়ালটি তাদের কামড়িয়ে আহত করেছে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্কে ছড়িয়ে ছড়িয়ে পড়েছে। আহতরা বড়লেখা ও বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহতরা হলেন- সুনামপুর গ্রামের নিতিরানী দাস (৫২), আছরুন নেছা (৫৫), সৌরভ দাস (২৫) এবং তালুকদার পাড়া গ্রামের সুমা রানী দেবী (৪৩), সঞ্জয় দেবনাথ (৩৭) ও প্রমেস দেবনাথ (৬৫)।
বড়লেখার দাসেরবাজার ইউপির চেয়ারম্যান স্বপন কুমার চক্রবর্তী জানান, একটি শিয়াল দুদিনে সুনামপুর ও তালুকদারপাড়া গ্রামের কয়েকজনকে কামড়িয়ে আহত করেছে। আহতরা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। একটি গরুকেও শিয়ালটি কামড়িয়েছে। এতে মানুষজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।