সুনামগঞ্জে বিয়ের আসর থেকে পরকীয়া প্রেমিক আটক
প্রকাশিত হয়েছে : ১১:৫৮:৩০,অপরাহ্ন ০৩ জুন ২০২৩
সুরমা নিউজ ডেস্কঃ
সুনামগঞ্জের ছাতকের জাউয়াবাজারের একটি কমিউনিটি সেন্টার থেকে রহিম উদ্দিন নামের নতুন এক বরকে পুলিশ আটক করেছে। তিনি উপজেলার ভাতগাঁও ইউনিয়নের জালিয়া গ্রামের হারিছ আলীর পুত্র।
জানা যায়, সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার রণকেলী দিঘিরপাড়ের শিপার আহমদ নয়ন চৌধুরীর স্ত্রী সাদিয়া আক্তারের সাথে দীর্ঘদিনের অবৈধ সম্পর্ক ছিল সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের জালিয়া গ্রামের হারিছ আলীর পুত্র রহিম উদ্দীনের।
শুক্রবার বিকেলে জাউয়া বাজারের একটি কমিউনিটি সেন্টারে রহিম উদ্দিন সাদারাই গ্রামের উমর আলীর কন্যা মাহমুদা আক্তার ছাইমার সাথে পারিবারিক ভাবে বিয়ে সম্পন্ন হয়।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর বিকেলে ওই কমিউনিটি সেন্টারে বিয়ের দাবীতে পুলিশ নিয়ে উপস্থিত হন গোলাপগঞ্জ পৌরসভার রণকেলী দিঘিরপাড়ের শিপার আহমদ নয়ন চৌধুরীর স্ত্রী সাদিয়া আক্তার।
এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই নতূন বরকে আটক করে থানায় নিয়ে আসেন। কমিউনিটি সেন্টার থেকে বরকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসলেও নতুন কনে উঠেছেন স্বামীর বাড়িতে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার ওসি খাঁন মোহাম্মদ মাঈনুল জাকির বলেন, তাদেরকে জিঙ্গাসাবাদ করা হচ্ছে।