ভোটের আড়ালে সক্রিয় সিলেটের চিহ্নিত অপরাধীরা
প্রকাশিত হয়েছে : ১০:১৫:৪৬,অপরাহ্ন ০৩ জুন ২০২৩
ওয়েছ খছরু:
রমজানেও একই ধরনের ঘটনা ঘটেছিল সিলেটে। ভোররাতে যখন সবজি বিক্রেতারা পাইকারি আড়ত সুবহানীঘাটমুখী হন তখনই নগরে ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন তারা। কয়েকটি ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন সবজি ব্যবসায়ীরা। এ নিয়ে তারা প্রতিক্রিয়া দেখান। পুলিশ হয় সক্রিয়। বর্তমান পুলিশ কমিশনার মো. ইলিয়াস শরীফ ছিনতাই রোধে নেমে যান রাস্তায়।
ফজরের নামাজের আগে ও পরে নগরের শান্তি রক্ষায় সিনিয়র কর্মকর্তাদের মাঠে নামান। এতে মেলে সুফল। ঈদের আগে নগরে মাথাচাড়া দিতে পারেনি অপরাধীরা। বরং দাগি ও চিহ্নিত অপরাধীরা গা ঢাকা দেয়। রমজানের পর থেকে তেমন কোনো অঘটন ঘটেনি সিলেটে।
রাজনৈতিক দু’একটি ঘটনা ছাড়া শান্তই ছিল পরিবেশ। কিন্তু সিলেটের ভোটের মাঠে হঠাৎ করে সক্রিয় হয়ে উঠেছে অপরাধীরা। ৩টি ঘটনা ভাবিয়ে তুলেছে নগরবাসীকে।
বৃহস্পতিবার ভোরে ধোপাদীঘির পাড়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে খুন হয়েছেন সবজি বিক্রেতা গোবিন্দ দাশ। এর আগে শহরতলীর পীরের বাজারের আর রহমান অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে ছাত্রলীগের কর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর করে। রোববার নৌকার প্রচারণার চালাতে গিয়ে নগরীর শাহী ঈদগাহে ছুরিকাঘাতে গুরুতর আহত হন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান পাপ্পু। ৩টি ঘটনায় নগরে আতঙ্ক বিরাজ করছে। তবে- সবজি বিক্রেতা গোবিন্দ দাশ হত্যায় জড়িতদের গ্রেপ্তার সম্পর্কিত প্রেস ব্রিফিংয়ে কমিশনার ইলিয়াস শরীফ জানিয়েছেন, অপরাধ দমনে সিলেট নগর পুলিশ কাজ করছে। ঘটনার সঙ্গে সঙ্গেই পুলিশ আসামিদের গ্রেপ্তার করেছে।
পুলিশ এসব ঘটনায় নগরে পুলিশের টহল ও গোয়েন্দা নেটওয়ার্ক বাড়ানো হয়েছে। এদিকে, গত বৃহস্পতিবার ভোররাতে নগরের ধোপাদীঘিরপাড়ের মাজারের সামনে সবজি বিক্রেতা গোবিন্দ নিহত হন। তার বুকেসহ শরীরের বিভিন্নস্থানে উপর্যুপরি আঘাত করে খুন করা হয়। সুবহানীঘাট সবজি বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রতিদিন ভোরে নগরের বিভিন্ন এলাকা থেকে ৪-৫শ’’ ভ্রাম্যমাণ সবজি বিক্রেতা আসেন। তারা পাইকারি আড়ত থেকে সবজি নিয়ে গোটা নগরের বিভিন্ন এলাকায় বিক্রি করেন।
রমজানে কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটলে ব্যবসায়ীরা প্রতিবাদ জানান। রমজানের পরেও বিচ্ছিন্ন দু’একটি ঘটনা ঘটেছে। তারা জানিয়েছেন, নগরের ধোপাদীঘিরপাড় হচ্ছে চিহ্নিত অপরাধ স্পট। ওই এলাকায় রমজানেও কয়েকটি ঘটনা ঘটে। এবার এই স্পটেই মারা গেল এক সবজি বিক্রেতা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ধোপাদীঘিরপাড় এলাকা হচ্ছে অপরাধের চিহ্নিত স্পট। সুইপার কলোনি কেন্দ্রিক অপরাধীদের আধিক্য এখানে বেশি। রাতভর সুইপার কলোনির ভেতরে মাদক সেবনের পর ভোরে বের হয়ে ছিনতাই করে মাদকসেবীরা। কলোনির ভেতরে র্যাব ও পুলিশের সোর্স পরিচয়ে থাকা কয়েকজন অপরাধী এই ছিনতাই নেটওয়ার্ক পরিচালিত করছে।
ঘটনার পর পুলিশ তাদের সহায়তা নিয়েই অপরাধীদের আটক করে। ধোপাদীঘিরপাড়ের ওই চক্রের সঙ্গে বন্দরবাজার ও সুবহানীঘাট পুলিশ ফাঁড়ির সদস্যদের সঙ্গে সম্পর্ক দীর্ঘদিনের। এ কারণে রায়হান হত্যায় পুলিশ বিতর্কিত হয়েছিল বলে জানান এলাকার মানুষ। এদিকে, সবজি বিক্রেতা গোবিন্দ হত্যার ঘটনায় পুলিশ ৩ যুবককে আটক করেছে। সিসিটিভি’র ফুটেজ দেখে তাদের গ্রেপ্তার করা হয় বলে দাবি পুলিশের। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- নগরের শিবগঞ্জ সাদিপুর এলাকা সেলিম মিয়ার ছেলে রাহাত রাব্বি, একই এলাকার রিন্টু দাসের ছেলে সৌরভ দাস এবং টিলাগড় ১ নম্বর সড়কের ভাটাটিকর এলাকার আলমাছ মিয়ার ছেলে আতিকুর রহমান শুভ। পীরের বাজারের সিএনজি পাম্পের ঘটনা ঘটেছিল ২৬শে মে। আর রহমান অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে ছাত্রলীগের নামে কয়েকজন যুবক জ্বালানি কিনতে এসে ক্রেতাদের সা?রি ভেঙে ফিলিং স্টেশনে প্রবেশ করে।
এ সময় স্টেশনের কর্মীরা বাধা দিলে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা করে। এতে ফি?লিং স্টেশনের কয়েকজন কর্মী আহত হন। এ ঘটনায় আগামীকাল রোববার থেকে সিলেটে ধর্মঘট ডেকেছিল সিএনজি পাম্প মালিকরা। তবে- বৃহস্পতিবার পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ সিএনজি স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের নেতারা। তারা জানিয়েছেন, বৈঠকে পুলিশ কমিশনার সকল সিএনজি ফিলিং স্টেশন, পেট্রোল পাম্প ও সকল ব্যবসায়ীদের নিরাপত্তা দেয়ার নিশ্চয়তা প্রদান করায় তারা ধর্মঘট স্থগিত করেছেন।
এদিকে, সন্ত্রাসী ইশতিয়াক আহমদ রাজু ও তার সহযোগী লিমনসহ কয়েকজনের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে নগরীর বৃহত্তর শাহী ঈদগাহ এলাকার লোকজন। রোববার মধ্যরাতে ছুরিকাহত হয়েছেন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান পাপ্পু। এর আগে ২০২২ সালের ৪ঠা নভেম্বর ওই এলাকায় রাজুর হাতে ছুরিকাহত হন বাংলাভিশনের সাংবাদিক দিপু সিদ্দিকীর সহোদর লিয়াকত লিপু। ঘটনার পর আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান পাপ্পুকে দেখতে রাতেই হাসপাতালে ছুটে যান সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। পরে তিনি সাংবাদিকদের বলেন, সাবেক ছাত্রলীগ নেতা পাপ্পু তার প্রচার কাজ চালানোর সময় সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে তার ওপর হামলা চালায়। এলাকার লোকজনও সন্ত্রাসী লিমন ও রাজুর গ্রেপ্তার দাবি করেছেন।