জগন্নাথপুর স্বরূপ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের জন্মশতবার্ষিকী উদযাপনে লন্ডনে সভা
প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০২৩, ৮:৪০ অপরাহ্ণ
সুরমানিউজ ডেস্ক ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে লন্ডনে মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। গত বুধবার যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের একটি রেষ্টুরেন্টে স্থানীয় সময় রাতে উক্ত মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রবীণ ছাত্র আব্দুল আজিজুর রহমান চৌধুরীর সভাপতিত্ব ও মির্জা জুয়েল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী-জুবায়ের আহমদ হামজা, আশিকুল হক, কবি আব্দুল মুক্তার মুকিত, শায়েখ এম রহমান, সাজ্জাদ আলী, আব্দুল সত্তার, মতচ্ছির আলী, মির্জা কামরান, বশির আহমদ, তাইফ সারাওয়ার কলিন, সাজিদুর রহমান ও মির্জা সুহেল আমিন প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে- বিদ্যালয়ের ইতিহাস ঐতিহ্য নিয়ে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের স্মৃতিচারণমূলক লেখা নিয়ে একটি স্বারকগ্রন্থ প্রকাশের সিদ্ধান্ত গৃহিত হয় । এছাড়া ২০২৬ সালের ৫ জানুয়ারি সোমবার লন্ডনে বিদ্যালয়ের জন্মশতবার্ষিকী অনুষ্ঠান পালনের সিদ্ধান্ত নেয়া হয়।
মতবিনিময় সভায়- সর্ব সম্মতিক্রমে ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আহবায়ক পদে জুবায়ের আহমদ হামজা, যুগ্ম আহ্বায়ক হিসেবে মির্জা জুয়েল আমিন, আশিকুল হক, শায়েখ এম রহমান, আব্দুল মুক্তার মুকিত, তাইফ সারাওয়ার কলিন, মতচ্ছির আলী, সাজিদুর রহমান, মির্জা কামরান, সাজ্জাদ আলী, বশির আহমদ সহ ৩০১ জন সদস্যের নাম অন্তর্ভুক্ত করা হয়।
সকলের সহযোগিতায় বহির্বিশ্বে ও বাংলাদেশে বিদ্যালয়ের জন্মশতবার্ষিকী পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।