তাজপুর ইউনিয়ন ছাত্রদলের সকল ওয়ার্ড কমিটির সম্মেলন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১২:৫৭:২০,অপরাহ্ন ৩১ মে ২০২৩
সুরমা নিউজ:
ওসমানীগর উপজেলার তাজপুর ইউনিয়ন ছাত্রদলের প্রত্যেক ওয়ার্ড কমিটির সম্মেলন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ৩ নং ওয়ার্ড ছাত্রদলের কর্মী সম্মেলনের মধ্য দিয়ে ইউনিয়নের সবকটি ওয়ার্ড কমিটি সম্পন্ন হয়।
৩ নং ওয়ার্ড ছাত্রদল কর্তৃক আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন তাজপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ আমিনুল হক এবং যৌথ সঞ্চালনা করেন তাজপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শাকিল আলম সালমান এবং তাজপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম রেজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক তাজিরুল ইসলাম তাজির, উপজেলা ছাত্রদলের সদস্য হুসাইন আহমেদ রুবেল, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি রুহুল আহমদ এবং সহ-সাংগঠনিক সম্পাদক কাউসার আহমদ, ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক রাজন আহমেদ রুপম এবং দপ্তর সম্পাদক জুনেদ আহমদ সহ দপ্তর সম্পাদক জাকারিয়া আহমদ।
আরো উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা সাদিকুর, নাজমুল, জাকারিয়া, মামুন, জুনায়েদ, জয়নুল, ওবায়দুল, তারেক, নিশান, নাহিদ, সাগর প্রমুখ।