মিরসরাইয়ে কিশোরীর আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ১২:৩৯:২০,অপরাহ্ন ৩১ মে ২০২৩
মিরসরাই প্রতিনিধি ::
মিরসরাইয়ে গলায় ফাঁস দিয়ে বিবি জোবেদা (১৬) নামে এক কিশোরী আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (৩০ মে) দুপুরে উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ অলিনগর (উত্তর পাড়া) এলাকায় এই ঘটনা ঘটে।
বিবি জোবেদা ওই এলাকার রফিকুল ইসলাম প্রকাশ গিয়াস উদ্দিনের মেয়ে। সে করেরহাট পিএনজি (বিডি) লিমিটেড গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করত।
জোবেদার পারিবারিক সূত্রে জানা যায়, বিবি জোবেদার সাথে একই এলাকার একটা ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল। ১০-১৫ দিন আগে ওই ছেলে তাকে একটা মোবাইল দিয়েছে কথা বলার জন্য। মঙ্গলবার রাতে তার বাবা মোবাইলটা দেখে ফেলেছে। জোবেদার বাবা মেয়েকে নির্দেশ দিয়েছেন ছেলের ঐ মোবাইল ফেরত দেয়ার জন্য। এই নিয়ে বাবা-মেয়ের মধ্যে ঝগড়াঝাঁটি হয়।
আরো জানা যায়, সকালে মেয়ে সবার জন্য নাস্তা তৈরি করেছেন। দুপুরে তাকে একাধিকবার ডাকাডাকি করা হলেও দরজা না খোলায় পরে রুমের দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। জোবেদা’র পরিবারের পক্ষ থেকে কারো প্রতি কোন অভিযোগ নেই।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নাফিজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।