আপিলেও ভাগ্য ফেরেনি সিলেটের দুই মেয়র প্রার্থীর
প্রকাশিত হয়েছে : ১১:৪৮:০৮,অপরাহ্ন ৩১ মে ২০২৩
সুরমা নিউজ ডেস্কঃ
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে তিনজন আপিল করেন। এর মধ্যে বৈধতা পেয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. শাহজাহান মিয়া। তবে অপর দুই স্বতন্ত্র মেয়র প্রার্থী মোহাম্মদ আবদুল মান্নান খান ও মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরীর ভাগ্য ফেরেনি।
মঙ্গলবার শুনানি শেষে আপিল বোর্ডের প্রধান সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন এ রায় দেন।
মনোনয়নপত্রের সঙ্গে সম্পদ বিবরণী ও আয়কর রিটার্নের কপি জমা না দেওয়ায় শাহজাহান মিয়ার মনোনয়নপত্র বাতিল হয়। মঙ্গলবার আপিল শুনানির আগে সম্পদ বিবরণী ও আয়কর রিটার্নের কপি জমা দেওয়ায় তিনি প্রার্থিতা ফিরে পান। ফলে সিলেটে এখন মেয়র পদে প্রতিদ্বন্দ্বী দাঁড়াল সাতজনে।
অপর দুই স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুল মান্নান খান ও মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরীর করে বসেছেন মস্তবড় ভুল। তারা জমা দেওয়া মনোনয়নপত্রের সঙ্গে যে সমর্থক দিয়েছেন তারা নগরীর ভোটারই নন। স্বতন্ত্র বলা হলেও মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী খেলাফত মজলিসের সিলেট জেলা সহ-সভাপতি।