বাংলা প্রেসক্লাব মিশিগানের নতুন নেতৃত্বে যারা
প্রকাশিত হয়েছে : ১০:৫১:২৭,অপরাহ্ন ৩০ মে ২০২৩
নিজস্ব প্রতিবেদক :
যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশি পেশাদার সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলা প্রেসক্লাব মিশিগানের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। রবিবার (২৮ মে) রাতে রাজ্যের ওয়ারেন সিটিতে সংগঠনের সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়।
সংগঠনের বিদায়ী সাধারণ সম্পাদক মোস্তফা কামালের পরিচালনায় সাধারণ সভায় সভাপতিত্ব করেন সভাপতি সৈয়দ শাহেদুল হক। সভা পরবর্তী নেতৃত্ব বাছাই নির্বাচনে কণ্ঠ ভোটের মাধ্যমে ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নির্বাচন অধিবেশনে সভাপতি পদে সুপ্রভাত মিশিগান সম্পাদক চিন্ময় আচার্য্য ও সাধারণ সম্পাদক পদে আরটিভির যুক্তরাষ্ট্র প্রতিনিধি কামরুজ্জামান হেলাল নির্বাচিত হয়েছেন।
এছাড়া কমিটিতে স্থান পেয়েছেন সহসভাপতি পদে সেলিম আহমেদ (এনটিভি), শামীম আহছান (সম্পাদক, দৈনিক খোয়াই), যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল রেজা সোহেল ( ঢাকা পোস্ট/টিভিএন-২৪), সাংগঠনিক সম্পাদক সাহেল আহমেদ (বাংলাভিশন টিভি/সুরমানিউজ), কোষাধ্যক্ষ আশিকুর রহমান (ডিবিসি নিউজ টিভি), তথ্য ও প্রচার সম্পাদক সৈয়দ আসাদুজ্জামান সুহান (নিউজজি২৪, গ্লোবাল টিভি)।
কার্যকরী কমিটির সদস্যরা হলেন- সৈয়দ শাহেদুল হক (ঠিকানা), মোস্তফা কামাল (নির্বাহী সম্পাদক, সুপ্রভাত মিশিগান) রফিকুল হাসান চৌধুরী তুহিন (জনকণ্ঠ), মৃদুল কান্তি সরকার (সুপ্রভাত মিশিগান), মোহাম্মদ মুজিবুর রহমান শাহীন।