ছাত্রনেতা জুনাঈদ হোসেনের মুক্তি ও নেতা কর্মীদের হয়রানী বন্ধ করতে হবে: লুনা
প্রকাশিত হয়েছে : ১০:৪৫:৪৫,অপরাহ্ন ২৯ মে ২০২৩
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জননেতা এম ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা এক বিবৃতিতে সিলেট সিলেট ছাত্রদলের মিছিল থেকে গ্রেফতারকৃত ছাত্রনেতা তাজপুর ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক জুনাঈদ হোসেনের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি তাজপুর ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক জুনাইদ হোসেন ও সিলেট মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আবুল হোসেনসহ গ্রেফতারকৃত সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবী করে বলেন, স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশে আজ মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তিল তিল করে বেড়ে ওঠা গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছে। সরকারের অন্যায়-অত্যাচার ও জুলুম-নির্যাতনের বিরুদ্ধে যারাই প্রতিবাদ মুখর হচ্ছে তাদেরকে গুম, খুন, নির্যাতন ও ভয়ভীতি দেখানো হচ্ছে। বিনা অপরাধে গ্রেপ্তার করে বিএনপি নেতাকর্মীদের কারাগারে পাঠানো হচ্ছে।
জনগণের সেন্টিমেন্টকে গুরুত্ব দিয়ে এসব স্বৈরাচারী আচরণ বন্ধ করার জন্য তাহসিনা রুশদির লুনা সরকারের প্রতি আহবান জানান।
এদিকে আরেক বিবৃতিতে সিলেট ছাত্রদলের মিছিল থেকে গ্রেফতারকৃত ছাত্রনেতা তাজপুর ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক জুনাঈদ হোসেনের মুক্তির দাবী জানিয়েছেন ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, সিনিয়র সহ-সভাপতি মুজাহিদ আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক কয়েছ আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ রায়হান আহমদ, মোহাম্মদ আব্দুল জমির প্রমুখ।