আনোয়ারুজ্জামানের পক্ষে প্রচারণায় স্ত্রী হলি চৌধুরী
প্রকাশিত হয়েছে : ৯:৩৬:৫১,অপরাহ্ন ২৭ মে ২০২৩
সুরমা নিউজঃ
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সহধর্মিনী হলি চৌধুরী এবার স্বামীর পক্ষে প্রচারণায় নেমেছেন।
শনিবার (২৭ মে) সকালে সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও চিকিৎসকদের সাথে মতবিনিময়কালে দোয়া এবং সহযোগিতা চান তিনি।
শুভেচ্ছা বিনিময়কালে হলি চৌধুরী একটি স্মার্ট ও বাসযোগ্য মহানগর বিনির্মাণে সিলেট সিটি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর জন্য ভোট, দোয়া ও সমর্থন কামনা করেন।
এ সময় তিনি বলেন, আপনারা শুধু আমাদের পাশে থাকুন। আপনাদের মহা মুল্যবান ভোট দিয়ে উন্নয়নের স্বার্থে আমার স্বামীকে সহযোগী করুন। আমি জানি আমার স্বামী একজন কাজের মানুষ ইনশাআল্লাহ উনি নির্বাচিত হলে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই পূণ্যভূমি সিলেট সিটির অভূতপপুর্ব উন্নয়ন হবে।
এ সময় উপস্থিত ছিলেন- রাগীব রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আবেদ হোসেন, অধ্যাপক ডা. একেএম দাউদ, অধ্যাপক ডা. মো তারেক আজাদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. রনজিত সরকার ও উপ-পরিচালক ডা. আরমান আহমদ শিপলু।