সিসিকের মেয়র হতে চান চাঁদপুরের জহিরুল, পেশায় স্বর্ণ ব্যবসায়ী
প্রকাশিত হয়েছে : ৯:৩১:০৭,অপরাহ্ন ২৭ মে ২০২৩
সুরমা নিউজ ডেস্কঃ
সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে মনোনয়ন জমা দিয়েছেন ১১ প্রার্থী। তাদের মধ্যে অন্যতম আওয়ামী লীগ মনোনীত আনোয়ারুজ্জামান, আছেন জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান।
এছাড়া সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল হানিফ কুটু স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। একই ব্যানারে মো. জহিরুল আলম, মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, মো. ছালাহ উদ্দিন রিমন, মো. শাহজাহান মিয়া, মোহাম্মদ আব্দুল মান্নান খান, মোস্তাক আহমেদ রউফ মোস্তফা, সামছুন নুর তালুকদারও এ পদে লড়তে চান।
জানা যায়, মাধ্যমিকের গণ্ডি পার না হলেও মেয়র প্রার্থী হতে চান চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী মো. জহিরুল আলম। তিনি জাকের পার্টির নেতা। নগরের লালদিঘীরপাড় ভাড়া বাসায় থাকেন তিনি। শিক্ষাগত যোগ্যতা দেখিয়েছেন অষ্টম শ্রেণি। স্বর্ণের ব্যবসা থেকে বছরে তার আয় ২০ লাখ ও নির্ভরশীলদের থেকে ৭ লাখ টাকা। অস্থাবর সম্পদের আছে নগদ ২০ লাখ টাকা, আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ১০ লাখ, নিজ নামে আছে ৪ ভরি স্বর্ণ এবং ইলেক্ট্রনিক সামগ্রী ও আসবাবপত্র দেখিয়েছেন ৯ লাখ টাকার। স্থাবর সম্পদের মধ্যে নিজ নামে বাড়ি আছে দুটি। তবে পরিমাণ ও দাম উল্লেখ করেননি। ব্যাংকে দায়দেনা, মামলাও নেই তার।
প্রার্থী হতে ইচ্ছুকদের মধ্যে বাছাইয়ে বাদ পড়েছেন সামছুন নুর তালুকদার, মোহাম্মদ আব্দুল মান্নান খান, মাওলানা জাহিদ উদ্দিন, মো. শাহজাহান মিয়া ও মোশতাক আহমেদ রউফ মোস্তফা। তবে তাদের নির্বাচন ভাগ্য ঝুলে আছে আপিলের ওপর। এদের মধ্যে কেউ ব্যবসায়ী, কেউ ভূমিহীন, কেউ আবার স্বশিক্ষিত।
নির্বাচন কমিশনের হলফনামায় তারা নিজেদের জীবনবৃত্তান্তে এ তথ্য তুলে ধরেছেন।সুত্র-একাত্তরের কথা