সুমি শবনমের নতুন গান ‘তোয়ার লাই’
প্রকাশিত হয়েছে : ১০:২৭:২৭,অপরাহ্ন ২৭ মে ২০২৩
বাংলা ভাষাভাষী মানুষের কাছে তুমুল জনপ্রিয় সঙ্গীত শিল্পী সুমি শবনম গেলো মাস ছয়েক আগে ভাল্লাগে গান দিয়ে নেট দুনিয়া মাত করেন। সেই জনপ্রিয়তার রেশ ধরে নতুন গান নিয়ে হাজির গায়িকা। তোয়ার লাই এই শিরোনামে এবার নিয়ে এলেন নতুন গান-ভিডিও। গানটির কথা, সুর করেছেন আফসারুল ইসলাম আলভি। গানটি চট্ট্রগ্রামের আঞ্চলিক ভাষায় করা হয়েছে।
২৫ মে ২০২৩ ইং তারিখে গানটির মিউজিক ভিডিও নির্মান শেষে সৃষ্টি মাল্টিমিডিয়ার ইউটিউবে চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে। এই গানে ডুয়েট করেছেন ভাইরাল সঙ্গীত শিল্পী সাইফুল ইসলাম। গানের ভিডিওতে শিল্পী নিজেরই উপস্থিতি রয়েছে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গানটির ভিউ প্রায় ২৪ লাখ হাজার ছাড়িয়েছে।
নতুন গান প্রসঙ্গে সুমি শবনম বলেন, এই গানটি বাড়তি মাত্রা যোগ করবে বলে আশা করছি। পূর্বের গানের মতো এই গানটি সবার পছন্দ হবে।
এর আগে সুমি শবনমের ভাল্লাগে গানটির পাশাপাশি কালা ভ্রমোরা, বোকা পাখি, আইলসা লাগে, কোঁকড়া চুল, কুসংস্কার গানগুলো বাংলা ভাষাভাষী মানুষের কাছে তুমুল জনপ্রিয়তা পায়।