ভয়ঙ্কর হ্যাকারের কবলে সিলেটের তরুণী, হ্যাকার আকিল গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৩:৫৩:০৭,অপরাহ্ন ২৩ মে ২০২৩
সুরমা নিউজ ডেস্কঃ
ফেসবুক হ্যাক করে বিকাশের মাধ্যমে টাকা আদায়কারি মোশারফ হোসেন আকিল (২০) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার (২৩ মে) রাতে প্রযুক্তির সাহায্যে প্রতারক আকিলকে ঢাকা ডেমরা থানার ডেমরা ষ্টাফকোয়াটার থেকে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, সিলেট নগরীর আগপাড়া এলাকার এক তরুণীর ফেসবুক হ্যাক করে গত বছরের ১৭ জুলাই সকালে টাকা দাবী করে। অজ্ঞাত ব্যক্তির দাবিকৃত টাকা দিয়ে দিলে হ্যাককৃত ফেইসবুক আইডি ফেরত দিবে বলে তরুণীর কাছে ৩হাজার টাকা চায় প্রতারক। পরে প্রতারকের দেয়া নাম্বারে বিকাশের মাধ্যমে ৩ হাজার টাকায় পাঠানো হয়। কিন্তু অজ্ঞাত ব্যক্তি হ্যাককৃত ফেসবকু আইডি ফেরত না দিয়ে আরও দেড় হাজার টাকা দাবি করে। এ ঘটনায় কোতোয়অলি থানায় গত বছরের ১৭ জুলাই সাধারণ ডায়রি করেন তরুণীর পিতা। তরুণীর ফেসবুক আইডি ফেরত না দিয়ে দীর্ঘ ৯ মাস পর গত ১৮ মে সকালে আবারো ৩ হাজার টাকা চায় প্রতারক। পূনরায় প্রতারককে বিকাশের মাধ্যমে আরও ২ হাজার টাকা দেন তরুণী। এমনকি ভিকটিমের হ্যাককৃত ফেইসবকু আইডি ফেরত না দিয়ে ভিকটিমের আত্মীয় স্বজনের নিকট টাকা দাবি করে। এ ঘটনায় তরুণীর পিতা ডিজিটাল আইনে কোতোয়ালি থানায় গত ২১ মে থানায় মামলায় দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার সুদীপ দাস। তিনি বলেন, ফেসবুক হ্যাক করে দফায় দফায় টাকা হাতিয়ে নেয় গ্রেফতারকৃত যুবক। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ ঢাকা থেকে তাকে গ্রেফতার করে। আসামী দীর্ঘদিন ধরে বিভিন্ন মানুষের ফেইসবুক আইডি হ্যাক করে মেসেঞ্জার, ওয়াটসঅ্যাপ ব্যবহার করে ব্ল্যাকমেইল এর মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছে বলে পুলিশের কাছে স্বীকার করে।