দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত অর্ধশত
প্রকাশিত হয়েছে : ১:২০:৪৯,অপরাহ্ন ২৩ মে ২০২৩
সুরমা নিউজ ডেস্কঃ
দিরাই উপজেলার কান্দাহাটি এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে আহত হয়েছেন অর্ধশত।
সোমবার (২২ মে) সন্ধ্যার দিকে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে ইউপি সদস্য মামুনুর রশিদ ও তেরাব আলী গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
গুলিবিদ্ধ হয়েছেন- ওবায়দুর রহমান, মামুন, বায়জিদ, আতিকুল্লাহ, হেলিম, জাকির হুসেন, ওমর ফারুকসহ অর্ধশতজন। আহতদের স্থানীয় হাসপাতালে ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ইউনিয়ন চেয়ারম্যান শৈলেন চন্দ্র দাস বলছেন, সংঘর্ষের ঘটনায় ইউপি সদস্য মামুনুর রশিদসহ একাধিক লোক গুলিবিদ্ধ হয়েছেন।
দিরাই থানার পরিদর্শক (তদন্ত) আকরাম হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুলি ছোড়ার ঘটনা ঘটেছে শুনলেও কোনো আলামত পাওয়া যায়নি।