প্রধানমন্ত্রীকে হুমকিদাতা আবু সাঈদের বিরুদ্ধে সিলেটে ‘রাষ্ট্রদ্রোহের’ অভিযোগ
প্রকাশিত হয়েছে : ৯:০৭:০৩,অপরাহ্ন ২২ মে ২০২৩
সুরমা নিউজ ডেস্কঃ
প্রধানমন্ত্রীকে হুমকি দেওয়ায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে সিলেটে অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার (২২ মে) বিকেল পাঁচটার দিকে সিলেটের কোতোয়ালি থানায় এই অভিযোগ দায়ের করেন মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলার সাধারণ সম্পাদক ইমন আহমদ।
সিলেটের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ বলেন, একটি অভিযোগ পেয়েছেন। তবে অভিযোগটি এজহারভুক্ত হয়নি।
অভিযোগটির ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরে ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগে ইমন আহমদ উল্লেখ করেন, ১৯ মে রাজশাহীতে অনুষ্ঠিত বিএনপির একটি অনুষ্ঠানে আবু সাঈদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর প্রকাশ্যে হুমকি দেন। আইন বলে প্রতিষ্ঠিত সরকার ও সরকারপ্রধানের বিরুদ্ধে এ ধরনের বক্তব্য রাষ্ট্রদ্রোহের শামিল। দেশের মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে ও শান্তিশৃঙ্খলা পরিস্থিতি নস্যাতের ষড়যন্ত্র রুখতে এই ‘দেশদ্রোহী’র বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রয়োজন বলে উল্লেখ করেন।
অভিযোগে তিনি ১৮৬০ সনের পেনাল কোডের ১২৪ (ক)/৫০৬ ধারায় অভিযোগ আনেন।