যাত্রীবাহী বাস থেকে ৫৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৬:১৪:৪৪,অপরাহ্ন ২২ মে ২০২৩
মিরসরাই প্রতিনিধি ::
মিরসরাইয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৫৫০ পিস ইয়াবা সহ মাসুদ রানা (২৩) নামে একজনকে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ।
রবিবার(২১ মে) দিবাগত রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পৌরসভার ০৫নং ওয়ার্ডের তারাকাটিয়া সাকিনে ঢাকামুখী লেনে পাকা রাস্তার উপর একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল ইউনিয়নের বরুকা (নতুন বাজার) এলাকার মোখলেসুর রহমানের পুত্র।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিরসরাই থানা পুলিশের একটি দল মিরসরাই পৌরসভার ০৫নং ওয়ার্ডের তারাকাটিয়া সাকিনে ঢাকামুখী লেনে একটি অস্থায়ী চেক পোস্ট বসিয়ে ঢাকাগামী যাত্রীবাহী বাস আর.পি স্পেশাল নাইস পরিবহন (যাহার রেজিষ্ট্রেশন নাম্বার-ঢাকা মেট্রো-ব-১৫-৯৯৮৪) তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এবিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নং-১০ দায়ের করে আসামিকে সোমবার সকালে কোর্টে প্রেরণ করা হয়েছে।