নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মেয়র আরিফ
প্রকাশিত হয়েছে : ৪:৩৮:১৭,অপরাহ্ন ২০ মে ২০২৩
সুরমা নিউজ:
আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে প্রার্থী না হওয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী। শনিবার (২০ মে) বিকেলে সিলেট নগরের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে এক নাগরিক সভায় তিনি এ ঘোষণা দেন।
আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সরকার একটি প্রহসনের নির্বাচনের আয়োজন করছে। ইভিএমের মাধ্যমে ডিজিটাল কারচুপি করা হবে। এই নির্বাচনে বিএনপি অংশ নেবে না। আমিও দলের সিদ্ধান্তে একমত পোষণ করে নির্বাচনের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছি। আমিও এ নির্বাচনের প্রার্থী হব না।
তিনি নগরবাসীদের এমন নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে আরও বলেন, হে নগরবাসী আপনাদের সকলকে আমি এই প্রহসনের নির্বাচনের আহ্বান জানাই। আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না।