ধানের শীষ নিয়ে আসেন, খেলা হবে: আরিফকে আনোয়ারুজ্জামান
প্রকাশিত হয়েছে : ২:১১:৩০,অপরাহ্ন ২০ মে ২০২৩
সুরমা নিউজঃ
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, বর্তমান মেয়র আরিফুল হক নির্বাচন নিয়ে নাটক করেন। কখনো বলেন নির্বাচন করবেন আবার কথনও বলেন, নির্বাচন করবেন না। এই নাটকের প্রয়োজন কি? ধানের শীষ নিয়ে নির্বাচনে আসেন. খেলা হবে।
শুক্রবার (১৯ মে) সন্ধ্যায় নগরীর কাজি নজরুল অডিটোরিয়ামে সিলেট সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকলীগের প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মেয়র আরিফুল হক চৌধুরী পরিকল্পিত উন্নয়নে ব্যর্থ। তার যন্ত্রণা ভোগ করতে হচ্ছে নগরবাসীকে। অল্প বৃষ্টিতে হাবুডুবু খেতে হয়। মশার প্রজননকেন্দ্রগুলো ধ্বংসের বদলে সেগুলো পরম যত্নে আগলে রাখা হয়েছে। আর তাই আমরা প্রতিনিয়ত প্রতিকূলতা মোকাবেলা করছি। গোটা নগরীর অবস্থা খারাপ। অথচ তিনি সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আব্দুল মুহিত ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের পর্যাপ্ত সহযোগীতা পেয়েছিলেন। তার ব্যর্থতার খেসারত দিতে হচ্ছে সরকারকে, সিলেটের মানুষকে। ধানের শীষ নিয়ে এবার নির্বাচনে এলে সিলেটবাসী তাকে পরাজয়ের কলঙ্ক উপহার দিবেন, প্রত্যাখ্যান করবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু।
প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আ ফ ম মাহবুবুল হাসান, সদস্য শাহীন আহমদ চৌধুরী, ঢাকা উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈম, যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন (ঢাকা উত্তর), প্রচার সম্পাদক রাহাত মাহমুদ টনি (ঢাকা উত্তর), সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোহেব চৌধুরী, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুজন চৌধুরী, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বি, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল আজাদ রাসেল।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটু।