নির্বাচন না করার ঘোষণা কয়েস লোদীর
প্রকাশিত হয়েছে : ৮:৪৮:৩৯,অপরাহ্ন ১৮ মে ২০২৩
সুরমা নিউজঃ
নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র-১ রেজাউল হাসান কয়েস লোদী। তিনি সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি।
বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি বিএনপির সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে এই ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমানে নির্বাচনের কোন পরিবেশ নেই। লেভেল প্লেয়িং ফিন্ড নেই। এ অবস্থায় এই নির্বাচনে জয় বা পরাজয়ে দেশ ও জাতির কোন লাভ হবেনা। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের নির্দেদেশ সারাদেশেই নেতাকর্মীরা নির্বাচন বর্জন করেছেন। আমিও এ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলাম।
তিনি বলেন, আমি গত বিশ বছর ধরে সিলেট সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসাবে নিজের দায়িত্ব পালন করেছি। আমার এলাকাবাসী ও ভোটাররা আমাকে তাদের বুকে আগলে রেখেছিলেন। সেজন্য আমি সবার কাছে কৃতজ্ঞ।
তিনি বলেন, নির্বাচন ঘনিয়ে আসার সাথে পুলিশ প্রশাসন বিএনপি নেতাকর্মীদের উপর অযথা নির্যাতন করছে। রাত গভীরে তাদের বাসায় তল্লাশির নামে হয়রানী করছে। বিনা ওয়ারেন্টে ধরে নিয়ে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠাচ্ছে। এ অবস্থায় আমরা সুষ্ঠ নির্বাচনের আশা করতে পারিনা।
রেজাউল হাসান কয়েস লোদী বলেন, স্বচ্ছ ভোটের নিশ্চয়তা পেলে, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে আবার জনগনের খেদমতে আমি হাজির হওয়ার আশা করছি।
তিনি দলীয সিদ্ধন্ত মেনে নিয়ে এ নির্বাচন বর্জনের জন্য তিনি সিলেটসহ সারাদেশের বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।