দেশে গণতন্ত্র ফেরাতে সম্মিলিতভাবে কাজ করতে হবে : নিপুন রায়
প্রকাশিত হয়েছে : ৪:১৭:৩০,অপরাহ্ন ১৭ মে ২০২৩
আশিক রহমান:
বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,যিনি দলের অগ্রনায়কের ভুমিকা পালন করছেন। তাঁর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় রাজপথের আব্দোলনের মাধ্যমে আমরা এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে হবে
১২মে রবিবার সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকায় হ্যামট্রামেক সিটির আলাদিন রেস্টুরেন্ট মিশিগানে বিএনপির এক চা চক্রের আয়োজনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলার সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী এসব কথা বলেন।
তিনি আরোও বলেন,আমরা যত বড় বা কঠিন ত্যাগ স্বীকার করা দরকার তাই করব। আমরা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্টা করার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি। এই নির্যাতন,নিপীরণ,জেল-জুলুম এগুলোর তখনই শান্তির নিঃশ্বাস আমরা ফেলতে পারবো,যখনই শেখ হাসিনা সরকারের পতন হবে।
চা চক্রে উপস্থিত ছিলেন ফকরুল ইসলাম লয়েস, হাজী নিজাম উদ্দিন, সমজিদ আলম,মোঃ জামান, জিলাল উদ্দিন, মঞ্জুরুল করিম তুহিন, মুজিব আহমেদ মনির, শাহজাহান হিটলার, সায়েল আহমেদ, সৈয়দ আলী রেজা, মোশারফ চৌধুরী লিটু।
আরোও উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন মিন্টু, রিপন লস্কর, আবু হুরায়রা, বাবুল আহমেদ,ম ওদুদ চৌধুরী, পারভেজ আহমেদ, মুমিন আহমেদ, সহিদ আহমেদ,আহমেদ শরীফ মাহদি, সুমিন আহমেদ,ফাহাদ আহমেদ, খন্দকার রিপন, নাহিদুল আলম সহ মিশিগান বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নিপুন রায় চৌধুরী যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের আমন্ত্রণে ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশীপ প্রোগ্রামে ( আইভিএলপি) অংশগ্রহণে যুক্তরাষ্টে আসেন।পাশাপাশি মিশিগানের কংগ্রেসওম্যান রাশিদা তালিবের অফিসে ৬ সদস্যের প্রতিনিধি দলকে সাথে নিয়ে পরিদর্শন করেন ও হ্যামট্রামেক সিটির পক্ষ থেকে রিকাগনিশন পত্র গ্রহন করেন।