আনোয়ারুজ্জামানের পক্ষে ভোট চাওয়ায় এহিয়া চৌধুরীকে জাপার শোকজ
প্রকাশিত হয়েছে : ৮:৩৩:৩৪,অপরাহ্ন ১৫ মে ২০২৩
সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে ভোট চাওয়ায় তাঁকে শোকজ করা হয়েছে।
রোববার জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিবের পক্ষে দপ্তর সম্পাদক (২) এম এ রাজ্জাক খান তাঁকে শোকজ নোটিশ পাঠান। এতে নৌকা প্রতীকে ভোট চাওয়াকে দলের শৃঙ্খলা ও স্বার্থের পরিপন্থি উল্লেখ করে আগামী ৭ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে কারণ দর্শাতে বলা হয়েছে।
শুক্রবার রাতে সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের ঝেরঝেরিপাড়া এলাকাবাসীর উদ্যোগে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে আয়োজিত সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক এমপি এহিয়া। সভায় তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করে সিলেটের উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। বিষয়টি জানতে পেরে জাতীয় পার্টির মেয়রপ্রার্থী নজরুল ইসলাম বাবুল দলের কেন্দ্রীয় নেতাদের কাছে অভিযোগ করেন।