বৃষ্টির জন্য শ্রীমঙ্গলে বিশেষ নামাজ
প্রকাশিত হয়েছে : ৮:৩০:৩৩,অপরাহ্ন ১১ মে ২০২৩
মৌলভীবাজার প্রতিনিধি ::
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৃষ্টির জন্য বিশেষ নামাজ ইসতিসকার নামাজ আদায় করেন শ্রীমঙ্গলের সিন্দুরখান ইউনিয়নের কামারগাঁও গ্রামবাসী।
বুধবার (১০ মে) কামারগাঁও ঈদগাহ সংলগ্ন খোলা আকাশের নিচে মাঠে সকাল ৭টায় সালাতুল ইসতেসকা আদায় করেছেন এলাকাবাসি । বিশেষ এ নামাজে কামারগাঁও গ্রামের শতাধিক মুসল্লী অংশগ্রহণ করেন। প্রশান্তির একফোটা বৃষ্টির জন্য এ নামাজ আদায় করেন এলাকাবাসী।
দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় ও প্রচন্ড তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, নষ্ট হচ্ছে ফসল। আর গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। নেমে গেছে পানির স্তর। দেখা দিয়েছে পানির তীব্র সংকট।
নামাজের ইমামতি করেন কামারগাঁও ঈদগাঁ জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক। নামাজ শেষে রহমতের বৃষ্টি কামনায় এবং অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।
নামাজে অংশ নেয়া মুসল্লিরা জানান, প্রচন্ড তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে শ্রীমঙ্গলসহ গোটা জেলার জনজীবন। কাঠফাটা রোদে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ ও সবপ্রাণি। বৃষ্টি না হওয়ার কারনে ফসল নষ্ট হয়ে যাচ্ছে। আশংকাজনকভাবে নেমে গেছে পানির স্তর, ফলে দেখা দিয়েছে পানির তীব্র সংকট। এ কারণে বৃষ্টি চেয়ে আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেছেন মুসল্লিরা।