গরিবের ডাক্তার মান্নান
প্রকাশিত হয়েছে : ৯:৩৮:০৮,অপরাহ্ন ১০ মে ২০২৩
সুরমা নিউজ ডেস্কঃ
গরিব মানুষের চিকিৎসা করতে নিরলস ভাবে মানুষের সেবা করে চলেছেন ডা. আমিরুল ইসলাম মান্নান। তার দেওয়া চিকিৎসা পেতে দূর-দূরান্ত থেকে ছুটি আসছে মানুষ।
তিনি বাহাদুরপুর ইউনিয়নের মসলেমপুর গ্রামের মৃত আব্দুল আজিজ ছেলে। ১০ ভাই বোনদের মধ্যে ৪ নম্বর ডা. আমিরুল ইসলাম মান্নান। খুব গরিব মানুষের সন্তান হওয়াতে কষ্ট করে জীবন সংগ্রাম করে মানুষ হয়েছেন তিনি। তাই গরিবের বিষয়টি খুব উপলব্ধি করেন তিনি।
ভেড়ামারা গোলাপনগর বাজারে তার চেম্বার। গরিবের ডা. আমিরুল ইসলাম মান্নান গোলাপনগর বাজারে তার চেম্বারের সামনে প্রতিদিন জড়ো হয় চিকিৎসা নিতে আসা প্রায় ৩০-৪০ জন রোগী। মাত্র ১০০ টাকা ফি নিয়ে রোগী দেখে থাকেন। আবার বেশি গরিব হলে কোনো ফি নেন না তিনি।
রুবিনা নামে এক রোগী বলেন, শহরে গেলে প্রাইভেটভাবে ৭শ’ করে টাকা নিয়ে রুগী দেখন ডাক্তার। আমাদের এলাকার মানবিক ডাক্তারকে আমি ও আমার পরিবারের সবাই এবং অনেকেই এই ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিয়ে অসুখ ভালো হচ্ছে। ডা. আমিরুল ইসলাম মান্নানের মতো সবাই যদি এত কম টাকায় ভালো চিকিৎসাসেবা দিতেন তাহলে সমাজে অবহেলিত মানুষগুলো ভালো চিকিৎসাসেবা পেতো।
ডাক্তার আমিরুল ইসলাম মান্নান বলেন, টানা ৩৪ বছর উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার পদে চাকরি করে এখন আমি অবসরে। তাই পযাপ্ত সময় আমার। নিয়মিত ভেড়ামারা গোলাপ নগর বাজারে আমার নিজ দোকান ঘরে চেম্বার করেছি। ঘর ভাড়া দিতে হয় না। রোগীরা চিকিৎসাসেবা নেয়ার পর খুশি করে কেউ ৫০ টাকা কেউ ১০০ টাকা দিয়ে থাকে। এলাকার নারী, পুরুষ ও শিশু, কিশোরদের চিকিৎসা দেই। যতদিন বেঁচে থাকবো আমি এমন করেই গরিব দুঃখীদের চিকিৎসাসেবা দিয়ে যাবো।
তিনি আরো বলেন, আমি সমাজের হতদরিদ্র ও অসহায় গবিব মানুষের চিকিৎসা দিয়ে থাকি। কোনো সময় আমি গাফিলতি ও অবহেলা রোগীর প্রতি করি না। খুবই অল্প টাকা ভিজিট নিয়ে ভালো চিকিৎসাসেবা দেয় মানুষ উপকার পাই। তাই এলাকার অনেকেই আমাকে গরিবের ডাক্তার বলে ডাকেন।সুত্র-ডেইলি বাংলাদেশ